মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদার এক বাসের হেলপারের চলন্ত বাসের ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১১ টায় দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের হারুন মালিতার একমাত্র ছেলে কার্পাসডাঙ্গা কুয়াকাটার দূরপাল্লার নিউমর্ডাণ বাসের হেলপার সবুজ(২৪)এর জানাজা শেষে নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে মঙ্গলবার ২৮ মে রাত সাড়ে ৮ টার দিকে কুয়াকাটা থেকে ছেড়ে আসা দূরপাল্লার নিউমর্ডাণ বাস ঝিনাইদহ জেলার হাটগোপালপুর পৌছালে হেলপার সবুজ(২৩) বাসের ছাদের ওপর মাছের ঝুড়ি তোলার জন্য ওঠে। কিন্তু সে নিরাপদ স্থানে না বসেই বাস আবারো চলতে থাকলে সামনে গাছের ডালের সাথে ধাক্কা লাগলে চলন্ত বাসের ওপর পিচ রাস্তায় মুখ থুবড়ে পড়ে যায় এবং মাথায প্রচন্ড আঘাত পেয়ে রক্ত ক্ষরণ হতে থাকে।বাসের ড্রাইভার মামুন তাকে দ্রুত মাগুরা হাসপাতালে নেবার পথে হাসপাতালের গেটে পৌছানোর পর তার মৃত্যু হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.