মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গার গোবিন্দপুর এলাকার বাসাবাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ পৌর এলাকার গোবিন্দপুরে মোল্লাবাড়ি নামক ৫ তলা ভবনের ভাড়াবাড়ি হতে বেলগাছি রথখোলা পাড়ার সাইদুর রহমানের মেয়ে ও সৌদি প্রবাসী শিমুল বিশ্বাসের স্ত্রী রেশমা(২৬)কে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
রেশমা তার ৫ম শ্রেণীর পড়ুয়া মেয়েকে নিয়ে এ বাড়ির ৫ম তলা তিন মাস আগে ভাড়া নেয়। তার স্বামী শিমুল হোসেন সৌদি প্রবাসী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়ার এলাকার শিমুল হোসেনের সাথে তার ১৩ বছর আগে বিয়ে হয়। শিমুল ৪ বছর আগে পারিবারিক স্বচ্ছলতা ফেরাতে সৌদি আরবে কাজে যায়। নিজ বাড়িতে থাকলেও তিন মাস আগে রেশমা তার পঞ্চম শ্রেণীর স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে আলাদা বাসায় একাই ভাড়া থাকতেন। মঙ্গলবার সকালে মেয়েকে স্কুলে পাঠিয়ে বাড়ি ফিরে সে আত্নহত্যা করে।তার মেয়ে দুপুর ২টার দিকে স্কুল থেকে ফিরে ডাকাডাকি করে তেমন সাড়াশব্দ না পেলে তাদের কক্ষের জানালা দিয়ে দেখে তার মা ঝুলে রয়েছেন। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া বলেন, খবর পেয়ে ঘরের দরজার তালা ভেঙে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.