বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণে উপজেলা পর্যায়ে আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাবুগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এ এফ এম জালাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান।
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহ আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন
বাবুগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইসহাক মিয়া, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন,
বাবুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ নাসরীন জোবায়দা, উপজেলা প্রাথমিক (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মোঃ রোমাঞ্চ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুর রহমান সন্যামত, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য খান আবু জাফর মুহাম্মদ
সালেহ, কেদারপুর সোনার বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মঞ্জুর রহমান টুটুল বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান, সহকারী
শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি বাংলাদেশের একটি বড় ব্যাধি। এটি দেশের সার্বিক অগ্রগতি এবং উন্নয়ন ব্যাহত করছে। কেবল দুর্নীতি দমন কমিশনের পক্ষে দুর্নীতি দমন করা সম্ভব নয়। এর জন্য সর্বস্তরে মূল্যবোধ সৃষ্টি এবং সামাজিক ভাবে সকলকে সচেতন হতে হবে। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যম্পিয়ন হয়েছে রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.