মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদাসহ চুয়াডাঙ্গায় খাদ্য বিভাগের মাধ্যমে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে।মাইকিং করে প্রান্তিক কৃষকদেন ক্রয় মূল্য জানানো হচ্ছে।
চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সূপ্রকাশ চাকমা জানায়,জেলার খাদ্য বিভাগ এ মৌসুমে কৃষকদের কাছ থেকে ৩হাজার২শ৬২ মেট্রিক টন ধান ও চুয়াডাঙ্গা জেলার ৮৮ জন মিলারদের কাছ থেকে ৮হাজার৫শ৫৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে ধান ও চাল ক্রয় শুরু করছে।এই লক্ষ্যমাত্রার মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় চাল ৪শ৪৪ মেট্রিক টন ও ধান ৬শ২৮মেট্রিক টন। আলমডাঙ্গা উপজেলায় ১হাজার৭২ মেট্রিক টন চাল ও ১হাজার১শ২০মেট্রিক টন ধান।দামুড়হুদা উপজেলায় ৪শ১৪ মেট্রিক টন ধান ও ৮শ০৫ মেট্রিক টন চাল,জীবননগর উপজেলায় ৬হাজার৬শ২৭ মেট্রিক টন ধান ও ৭শ০৯ মেট্রিক টন চাল ধরা হয়েছে ।চলতি মৌসুমে প্রতি কেজি ধানের দাম ৩২ ও প্রতি চালের দাম ৪৫ টাকা করে কেজি ধরা হয়েছে।এছাড়া জেলার সর্বত্র মাইকিং করে প্রচার শুরু হয়েছে।কারণ প্রত্যেক কৃষক ১শ২০ কেজি থেকে শুরু করে ৩ মেট্রিক টন পর্যন্ত ধান সরবরাহ করতে পারবেন বলে জানানো হচ্ছে।এবারে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে ধারণা করছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.