১৯ মার্চ ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি, বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিভিন্ন পদে ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দানের শেষ দিন বৃহস্পতিবার (৯ মে) বিকাল পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন কমিশন (ইসি)র ওয়েবসাইটের-অনলাইনে এসব মনোনয়নপত্র জমাদান করেন।
এতে চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারিরা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ খালেদ হোসেন স্বপন,বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোসাম্মৎ ফারজানা বিনতে ওহাব।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-বাবুগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ ওবায়েদুল হক জুয়েল ও বাবুগঞ্জ উপজেলা ছাত্র সমাজের আহবায়ক মোঃ হাদিসুর রহমান খান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রিফাত জাহান তাপসী, উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মৌরিন আক্তার আশা মনি।
এসব তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ হারুন অর রশিদ। তিনি জানান-তাফসিল অনুযায়ী চতুর্থ ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে, বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন।