মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদার ডুগডুগি গ্রামে বাল্যবিবাহ দেবার চেষ্টা কালে ভ্রাম্যমান আদালতের হানা, পরে কনের পিতাকে জরিমানাসহ ডেক্সি ভর্তি খাবার এতিমখানায় বিতরণ করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামে মৃত লুতফুর রহমানের ছেলে গোপনে মো: আমির হোসেনের নাবালিকা মেয়ের সঙ্গে বিয়ের আয়োজন করে।এসময় গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাসসহ দামুড়হুদা মডেল থানার এএসআই বিপ্লব কুমার সহ পুলিশের একটি একদল পুলিশ কনের বাড়ি হাজির হয়। ঘটনাস্থলে এসে তারা বাল্য বিয়ের আয়োজনের সত্যতা পান এবং কন্যার পিতা মাতা দোষ স্বীকার করলে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা অনুযায়ী বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে কন্যার পিতা মো: আমির হোসেন (৪২) কে ৮ হাজার টাকা জরিমানা করেন।এছাড়া
বিয়ের অনুষ্ঠানের আয়োজিত খাদ্য সামগ্রী পাশ্ববর্তী ছোটদুধপাতিলা- মুকামতলা এতিম খানায় বিতরণ করা হয়। সেই সঙ্গে মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মেয়ের পিতা মুচলেকা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.