মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন অফিস ও দামুড়হুদা উপজেলা নির্বাচন উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গ্রহণকারী প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার আজ বেলা ১১টায় দামুড়হুদা ওদুদশাহ্ ডিগ্রি কলেজে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা,
জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর কবিরসহ চুয়াডাঙ্গার ভোট গ্রহণকারী প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ।ভোট গ্রহণকারী
প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণে অতিথিরা বলেন, ভোটগ্রহণকারী কর্মকর্তার আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং চুয়াডাঙ্গা সদরের দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমরা সকলেই প্রজাতন্ত্রের দায়িত্বশীল কর্মকর্তা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আপনাদের ভুমিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তার জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসকসহ পুলিশ সদা তৎপর থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.