ঝালকাঠি প্রতিনিধি :তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। এমন অবস্থাতেও যারা পেটের দায়ে রাস্তায় থাকেন, রোদের মধ্যে রিকশা চালানোর মত কঠিন কাজটি করেন অথবা তৃষ্ণার্ত পথিক, তাদের সবার তৃষ্ণা নিবারণে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিডি ক্লিন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পৌর শহরে বাস স্ট্যান্ড পয়েন্টে নিরাপদ সুপেয় পানির বুথ করা হচ্ছে।
সোমবার এর কার্যক্রমের উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো_নজরুল_ইসলাম । বিডি ক্লিন – নলছিটি উপজেলা সমন্বয়ক মো: আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বুথ থেকে পানি সংগ্রহ করা যাবে।
পৌরসভা এলাকায় সর্বত্র সুপেয় পানির ব্যবস্থা না থাকায় পথচারী বিশেষ করে রিক্সা চালক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ পানির কষ্টে ভোগেন। তাদের সেই চাহিদা মেটাতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পৌরসভা এলাকার নির্ধারিত নলছিটি বাস স্ট্যান্ড বুথ থেকে বিনামূল্যে সুপেয় পানি সংগ্রহ করা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.