২৩ এপ্রিল ২০২৫, ০৯:০১ অপরাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
–
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি সদর উপজেলার আয়োজনে ২০২৩-২০২৪ আর্থিক সালে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা সংরক্ষণ কর্মসূচী উপলক্ষে সোমবার ২২শে এপ্রিল সকালে উপজেলা মিলনায়তনে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফারাহ্ গুল নিঝুম জেলা প্রশাসক ঝালকাঠি,বিশেষ অতিথি আফরুজুল হক টুটুল পুলিশ সুপার ঝালকাঠি, মো রুহুল আমিন অতিরিক্ত জেলা প্রশাসক ঝালকাঠি ,মোঃ রবিউল ইসলাম জেলা মৎস্য কর্মকর্তা ঝালকাঠি ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাইয়েদা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ঝালকাঠি।
এ-সময় ঝালকাঠি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।