জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার অভিযানে গতকাল সন্ধ্যায় অনলাইনে পতিতা সাপ্লাইয়ের অভিযোগে নগরী সোনা মিয়ার পর এলাকা থেকে আবু বক্কর (১৯), পিতাঃ হেলাল গাজী, মাতাঃ লিপি বেগম নামের এক প্রতারককে আটক করে। এ সংক্রান্ত বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় আজ বিকেল পাঁচটায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।প্রেস ব্রিফিংয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আশরাফ আলী ভূঁইয়া বলেন, আসামি আবু বকর দীর্ঘদিন যাবত ফেসবুকে বিভিন্ন আবাসিক হোটেলের নামে গ্রুপ খুলে অল্প বয়সী তরুণদের আকৃষ্ট করে পতিতা সাপ্লাই দিয়ে নগদ অর্থ হাতিয়ে নেয়, এছাড়া অন্তরঙ্গ সময়ের ছবি ও ভিডিও ধারণ করে জিম্মি করে বিভিন্ন ফায়দা লোটে। তার আরো সহযোগী রয়েছে তাদেরকে গ্রেফতার করার প্রক্রিয়া চলমান রয়েছে। মোট ১৩ টি ফেসবুক গ্রুপে প্রায় ৩০ হাজার মেম্বার রয়েছে। সে নিম্ন বর্ণিত ১৩টি ফেসবুক গ্রুপ এর এডমিন। ১. ‘বরিশাল নথুল্লাবাদ আবাসিক হোটেল বরিশাল’। ২. হোটেল আবাসিক বরিশাল। ৩. বরিশাল লঞ্চঘাট আবাসিক হোটেল, বরিশাল। ৪. পটুয়াখালী আবাসিক হোটেল পটুয়াখালী। ৫. বিএম কলেজ আবাসিক হোটেল খুলনা। ৬. কাশিপুর আবাসিক হোটেল বরিশাল। ৭. আবাসিক হোটেল পটুয়াখালী। ৮. লঞ্চ ঘাট আবাসিক হোটেল বরিশাল। ৯. রুপতালী আবাসিক হোটেল বরিশাল। ১০. বরিশাল হোটেল এবং বাসাবাড়ি সার্ভিস।১১. কাউন্সিল আবাসিক হোটেল বরিশাল।১২. Barishal Home abshak hoitel,
১৩. আবাসিক হোটেল বরিশাল
আসামি আবু বকরের স্থায়ী ঠিকানা রনগোপালদী, ২নং ইউনিয়ন, থানাঃ দশমিনা, জেলাঃ পটুয়াখালীকে গ্রেফতার করা হয়। সে ২০২৩ সালে সরকারী আলেকান্দা কলেকজ থেকে এইচএসসি এবং কাশিপুর হাইস্কুল থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.