ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকার সুগন্ধা নদীতে শুক্রবার ১৯ শে ফেব্রুয়ারি রাত ১০টার দিকে বরগুনা থেকে আসা ঢাকা গামী একটি লঞ্চ জেলেদের নৌকার উপারে উঠিয়ে দেয় বলে জেলেরা অভিযোগ করেন।দূর্ঘটনায় জেলেদের নৌকা চুরমার হয়ে যায় ।জেলেরা বাঁচাও বাচাঁও বলে চিৎকার দিলে শশ্মান ঘাট এলাকার আ:মজিদ আকন সহ ৫/৬জনে জেলেদের উদ্ধার করে।
আ:মজিদ আকন বলেন নদীতে জেলেরা বাচাঁও বাচাঁও বলে চিৎকার দেয় ।চিৎকার শুনে আমরা ৫/৬ জন নৌকা নিয়ে দুই জেলেকে নদী থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করি তখন দুই ছেলে উলঙ্গ অবস্থায় ছিল।
জেলেরা হলো গুরুধাম কবিরাজবাড়ী এলাকার নিমাই পালের ছেলে সঞ্জীব পাল ও জেলেপাড়া এলাকার অনিমেষ মালোর ছেলে অরুন মালো।
সঞ্জীব আর বলেন প্রতিদিনের মতো আমরা সুগন্ধা নদীতে শিকার করতে যাই। হঠাৎ করে বরগুনা থেকে ছেড়ে আশা ঢাকা গামী একটি দোতলা লঞ্চ আমাদের নৌকার উপরে উঠিয়ে দেয়। আমরা চিৎকার করেছি এবং সিগন্যাল দিয়েছি তবুও লঞ্চটি আমাদের নৌকার উপরে উঠেয়ে দিয়েছে । আমাদের নৌকাটি ভেঙে চুরমার হয়ে যায়। নৌকায় আমাদের ২৫ হাজার টাকা জাল ছিল । দুর্ঘটনায় আমাদের চল্লিশ হাজার টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন গত বছর বরগুনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী লঞ্চ কত বছরে এক জেলের নৌকাকে চাপা দিয়েছিল।
আমাদের আয়ের উৎস নৌকা জাল সব হারিয়ে গিয়েছে এখন আমাদের সংসার কিভাবে চালাবো ।
পরিবার নিয়ে এখন না খেয়ে থাকতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.