১৯ মার্চ ২০২৫, ১২:১১ অপরাহ্ন, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি, বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড হয়েছে। এসময় বাতাসের আদ্রতা ছিল ১৮ শতাংশ।
শনিবার দুপুর ৩ টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।আগের দিন শুক্রবার ছিল ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, দুপুর ৩ টায় রেকর্ড অনুযায়ী জেলার তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
চলতি বছরে এটায় সর্বোচ্চ তাপমাত্রা।
এদিকে টানা কয়েকদিন তাপপ্রবাহ বিরাজ করায় জেলায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তীব্র তাপদাহে এ জেলার খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তীব্র গরম ও রোদের তাপের কারণে শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশা চালকরা কাজ করতে না পেরে অলস সময়ও পার করছেন। জেলায় হিট এ্যালার্ট জারি রয়েছে।