১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
লাইফস্টাইল
আমাদের শরীরে ছোট, বড়, মাঝারি বিভিন্ন আকারের তিল থাকে। কোনো তিল কালো, কোনোটি আবার লাল। সমুদ্র শাস্ত্র অনুযায়ী, এ তিলগুলি আমাদের জীবনকে বিশেষ ভাবে প্রভাবিত করে।
তিলের আকার, রঙ ইত্যাদি সব কিছু আমাদের ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে কোনো না-কোনো ইঙ্গিত দেয়। শরীরের কোন অংশে তিল রয়েছে, তা-ও আবার ব্যক্তিত্ব, স্বভাব, ভবিষ্যৎ জানায়। শরীরে তৈরি তিল শুভ ও অশুভ ফল দেয়। সে রকমই জেনে নিন গলায় তিল থাকলে সেই ব্যক্তির স্বভাব কেমন হয়।
গলায় তিল থাকার অর্থ
সমুদ্র শাস্ত্র অনুযায়ী, গলার সামনের দিকে তিল থাকা শুভ। এমন হলে বুঝতে হবে যে সেই ব্যক্তি বাকপটু। প্রত্যেককে নিজের কথা দিয়ে মন্ত্রমুগ্ধ করে নিতে পারেন। খুব সহজেই নিজের কথায় সবাইকে রাজি করিয়ে নিতে পারেন তারা। গলায় যাদের তিল থাকে তারা শান্তিপ্রিয়।
ন্যায়পরায়ণ হওয়ার পাশাপাশি, এই লোকেরা হয় সত্যবাদী। তারা কোনো প্রকার মিথ্যা কথা সহ্য করে না। যেকোনো কাজ সময়মতো শেষ করতে পছন্দ করেন। এ লোকেরা কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ভিত্তিতে নাম অর্জন করে।
ঘাড়ের উপরে তিল থাকার অর্থ
সামুদ্রিক শাস্ত্র অনুসারে, যেসব ব্যক্তির ঘাড়ের উপরের অংশে তিল থাকে। তারা সৎ এবং বিশ্বস্ত স্পষ্টবাদী হয়। আপনি এই ব্যক্তিদের সঙ্গে আপনার ব্যক্তিগত জিনিস শেয়ার করতে পারেন। এই লোকেরা সঞ্চয় করতে পারদর্শী। এই মানুষদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে। কঠোর পরিশ্রমের ভিত্তিতে তারা দ্রুত তাদের লক্ষ্য অর্জন করে।