২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা দর্শনার হল্ট ষ্টেশনের অদুরে রেল লাইনের ধার থেকে রক্তাক্ত এক যুবকের মরদেহ সহ একটি মটরসাইকেল উদ্ধার হয়েছে।
দর্শনা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, মঙ্গলবার সকালে পথচারীরা রেললাইনের পাশে অজ্ঞাত এক যুবকের মাথায় বিভিন্ন আঘাতের দাগসহ রক্তাক্ত মরদেহ দেখে রেল পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের কার্তিক হালদারের ছেলে দিলীপ কুমার হালদার(২৭)কে মৃত অবস্থায় উদ্ধার করে।এসময় মরদেহের পাশ থেকে একটি মটরসাইকেল উদ্ধার করা হয়।কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রেল পুলিশ জানিয়েছে, মরদেহের ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।