০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, রবিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে তেঁতুলিয়া উপজেলা নির্বাচনে মোট ১৬ প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৯ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেন তারা।
চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু,
সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক
সম্পাদক কাজী আনিছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তারুল হক মুকু ও স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী নিজাম উদ্দিন খান মনোনয়ন পত্র দাখিল করেছেন ।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তৌহিদ হাসান তুহিন, শালবাহান ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক আবু আশরাফ, তেতুলিয়া উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক কবির হোসেন,
মৎস্যজীবী লীগ সভাপতি আবু সাইদার রহমান, উপজেলা আওয়ামীলীগ সদস্য মজিবর রহমান, জাতীয় পার্টি নেতা
আব্দুল লতিফ খান, উপজেলা কৃষকলীগ সহ সভাপতি আব্দুল সাক্তার ও সাবেক ছাত্রনেতা খন্দকার আবু সালেহ ইমরান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। বর্তমান ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া ও আওয়ামীলীগ নেত্রী সোমা চৌধুরী।
উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ শামীম হোসেন জানান, আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।