মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুতুবপুর ইউনিয়নের পারলক্ষীপুর সড়কে একটি গাছের সঙ্গে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে ২ বন্ধুর মৃত্যু হয়েছে। এসময় মারাত্মক জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে অপর ১ বন্ধু।
রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সরোজগঞ্জের পারলক্ষীপুর গ্রামের রাস্তা দিয়ে ঝিনাইদহ জেলার বড়াই এনায়েতপুর গ্রামের সেন্টু হোসেনের ছেলে খালিদ হোসেন (১৮) ও একই গ্রামের আরিফ হোসেনের ছেলে তামিম হোসেন (১৭) তার বন্ধু চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে সজিব হোসেন (১৮) একটি সুজুকি মোটরসাইকেলে করে তিনজন ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে পারলক্ষীপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা মারে।এসময় মাথায় ও বুকে মারাত্নক আঘাত পেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই খালিদ ও তামিমের মৃত্যু হয়।এছাড়া সজিব মারাত্নক জখম হয়।পথচারীরা দুর্ঘটনায় গুরতর আহত অবস্থায় সজিবকে হাসপাতালে নিয়ে আসে।পরে তাকে উন্নত চিকিৎসার জন ঢাকাতে প্রেরণ করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ নিহত দু যুবকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.