২৬ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি, রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
নেত্রকোণার কলমাকান্দায় পাহাড়ে ঘুরতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার লেংগুড়া ইউনিয়নের চিংন্নী বাজারে সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার নাজিরপুর ইউনিয়নের কয়ড়া গ্রামের মো. হৃদয় মিয়া (২৩), আমতলা গ্রামের মো. হলিম হোসেন (১৮) ও হাটশিরা গ্রামের মো. নবী হোসেন (৩৫)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজ পড়ে পাহাড়ে ঘুরতে যান তারা। পরে বিকেল চিংনী বাজার এলাকার সীমান্ত সড়কে মোটরসাইকেলের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয়রা তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত তিনজনের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।