২৩ জানুয়ারী ২০২৫, ১২:২৪ অপরাহ্ন, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ এর উদ্যোগে ৮ এপ্রিল ২৮ রমজান সোমবার থানা কম্পাউন্ডে থানার অফিসার ইনচার্জের রুমে অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ এর সভাপতিত্বে ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মুহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় এই ইফতারের আয়োজন করা হয়। বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলো দৈনিক হিরন্ময় পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি বি এম মনির হোসেনের পরিবেশনায় ইফতারে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের, আগৈলঝাড়া রিপোর্টাস ইউনিটির, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের, আগৈলঝাড়া উপজেলা রিপোর্টাস ইউনিটির সাংবাদিক গনসহ অফিসার ও পুলিশ সদস্য গন। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ বলেন, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক, পরম করুণাময় আল্লাহতাআলার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময় কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির বার্তা রয়েছে এ মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লার নৈকট্যলাভের সুযোগ হয়, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ আগৈলঝাড়া বাসীকে রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সব ধরনের অকল্যাণ পরিহার করে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতার আহ্বান জানান।