খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক ইমরান জামান কাজল।
গত ২৫ মার্চ ২০২৪ খ্রি. রাত ০৯:৪৫ ঘটিকায় কেএমপি'র দৌলতপুর থানাধীন মহেশ্বেরপাশা দিঘীর পশ্চিম পাড়স্থ "জাতীয় তরুণ সংঘ" মাঠে কতিপয় কিশোর গ্যাং এর সসদ্যদের মধ্যে সংঘবদ্ধভাবে প্রকাশ্যে এলাকায় সিনিয়র ও জুনিয়রের ক্ষমতার আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে মারামারির সুত্রপাত হয়।
এই মারামারির ঘটনায় হুজাইফা খান (১৭) নামক একজন কিশোর চাপাতির আঘাতে রক্তাক্ত গুরুতর জখম প্রাপ্ত হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে কেএমপি'র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, এর নির্দেশনায় এবং ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোল্লা জাহাঙ্গীর হোসেন এর নিবিড় তত্ত্বাবধানে একাধিক চৌকস টিম সমন্বিত অভিযান পরিচালনা করে আড়ংঘাটা থানা এলাকা থেকে অত্র মামলার মূলহোতা ও এজাহারনামীয় কিশোর অপরাধী ১) মোঃ রিপন হাওলাদার (১৭) কে অদ্য ২৬ মার্চ ২০২৪ খ্রি. গ্রেফতার করে।
অত:পর ঘটনার মূলহোতার দেখান মতে ঘটনায় ব্যবহৃত চাপাতি দৌলতপুর থানাধীন পশ্চিম বণিকপাড়া, মহেশ্বরপাশায় অবস্থিত "ইডাস" বিল্ডিং এর ২য় তলার ছাদে অবস্থিত কবুতরের খুপড়ি ঘর থেকে উদ্ধার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ ২০২৪ খ্রি. সকালে খুলনা মহানগরীর বিভিন্ন স্থান থেকে এজাহারনামীয় ও সন্দিগ্ধ কিশোর অপরাধী
২) মোঃ নাইম মোল্যা (১৫), পিতা-মোঃ বাবুল মোল্যা, সাং-মহেশ্বরপাশা দিঘীর পশ্চিমপাড়; , থানা-দৌলতপুর;
৩) মোঃ রাতুল (১৫), পিতা-শুকুর আলী, সাং-মহেশ্বরপাশা দিঘীর পশ্চিমপাড়, থানা-দৌলতপুর;
৪) মোঃ তানভির হাসান অভি (১৭), পিতা-জসিম উদ্দিন, সাং-মহেশ্বরপাশা দিঘীর পশ্চিমপাড়; , থানা-দৌলতপুর;
৫) মোঃ রাফিকুল ইসলাম @ রাফি (১৭), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-ফুলবাড়িগেট আদর্শপাড়া, থানা-খানজাহান আলী;
৬) মোঃ রায়হান রহমান রিয়ন (১৭), পিতা-মোঃ জাহিদ, সাং-মহেশ্বরপাশা মুন্সিপাড়া, থানা-দৌলতপুর;
৭) মোঃ জাবির শেখ (১৭), পিতা-মোঃ মিন্টু শেখ, সাং-মহেশ্বরপাশা বনিকপাড়া, থানা-দৌলতপুর;
৮। মোঃ সাগর (১৮), পিতা-ডালিম হাওলাদার, সাং-মহেশ্বরপাশা দিঘীর পশ্চিমপাড়, থানা-দৌলতপুর;
৯) কাজী নাহিদ হাসান (২২), পিতা-মোঃ শাহাবুদ্দিন, সাং-পশ্চিম সেনপাড়া তিন রাস্তার মোড়, থানা-দৌলতপুর এবং
১০) সরদার মিনহাজুর রহমান (২৮), পিতা-মৃত: মাকসুদুর রহমান, সাং-মহেশ্বরপাশা দিঘীর পশ্চিমপাড়, থানা-দৌলতপুর, জেলা-খুলনা'গণকে গ্রেফতার করা হয়েছে।
উক্ত কিশোর অপরাধীগণকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার বিষয় স্বীকার করায় কিশোর অপরাধী রিপন হাওলাদার (১৭) ও তানভীর হাসান অভি (১৭)'দ্বয় ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীর জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করলে প্রত্যেকে ঘটনার সাথে নিজেদেরকে জড়িত করে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।
এই ঘটনার সংবাদ প্রকাশের সময় ঘটনাস্থানের একজন প্রত্যক্ষদর্শী মোঃ মনির উদ্দিন (৪৩)এর সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান যে,এই কিশোর গ্যাং এর উৎপাতের ফলে এলাকার প্রতিটা শান্তি প্রিয় মানুষ খুব অতিষ্ঠ, তারা প্রতিনিয়ত রাস্তা পথচারী মেয়েদেরকে বিরক্ত করে। তারা বিভিন্ন মোড়ে মোড়ে বসে অকথ্য ভাষায় গালিগালাজসহ,মাদক সেবন, পর্ন ভিডিও, চুরি ইত্যাদি বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রমে লিপ্ত থাকে।
এ ধরনের কিশোর গ্যাং আধিপত্য শুধুমাত্র খুলনা মেট্রোপলিটন এলাকার দৌলতপুর থানার এলাকা মধ্যে বিরাজমান নয়, এ ধরনের কিশোর গ্যাং এর আধিপত্য রয়েছে খুলনা মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানার প্রতিটি মোড়ে, অলিতে গলিতে প্রতিটি এলাকায়। এ ধরনের কিশোর গ্যাং উৎপাতের ফলে এলাকার প্রতিটি শান্তিপ্রিয় মানুষ অতিষ্ঠ।
তাই আমরা এলাকাবাসীর পক্ষ হতে খুলনা মেট্রোপলিটন কমিশনার কে আন্তরিকভাবে অনুরোধের সঙ্গে জানাই যে, এই ধরনের কিশোর গ্যাং বাহিনী যেন আর কখনোই খুলনাতে মাথাচড়া দিয়ে না জাগতে পারে। প্রতিটি এলাকায় চিরুনি তল্লাশির মাধ্যমে এ ধরনের কিশোর গ্যাং এর প্রতিটি সদস্যকে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের, দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি কমিশনারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.