১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন, ১৬ই শাবান, ১৪৪৬ হিজরি, রবিবার, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলা বাবুগঞ্জ উপজেলা যুব মৈত্রী সাধারণ সম্পাদক মোহাম্মদ রোকনুজ্জামান রোকন অর্ধ শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
গত ২৬ মার্চ সকালে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন এর হাতে ফুলেল তোড়া দিয়ে অর্ধ শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।
মোঃ রোকনুজ্জামান সরদার দীর্ঘ দিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। এছাড়াও তিনি উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
যোগদান অনুষ্ঠান শেষে রোকনুজ্জামান সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী সম্পর্কে বিভিন্ন মাধ্যমে জেনে ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে আমার এ আওয়ামী লীগে যোগদান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ জসিম উদ্দিন সিকদার, মোঃ সুজন সরদার, মোঃ ইব্রাহিম সরদার, মোঃ রাসেল সরদার, মোঃ সোহাগ সরদার, মোঃ রিয়াজ সরদার, মোঃ ফারুক হাওলাদার, মোঃ মিজান শিকদার,মোঃ সুজন হাওলাদার সহ অর্থ শতাধিক কর্মী যোগদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।