আজকের ক্রাইম ডেক্স : কীর্তনখোলা নদীতে লঞ্চের পাখায় কাটা পড়ে নিহত জেলে আবেদ আলীর পরিবারকে সহায়তা দিয়েছেন বরিশালের জেলা প্রশাসক (ডিসি) শহিদুল ইসলাম। সোমবার (২৫ মার্চ) বিকেলে নিহত জেলে আবেদ আলীর বাবা সুবহান ফকির ও মা নিরুজানের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের কক্ষে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই ও বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুব উল্লাহ মজুমদার।
নিহত জেলে আবেদ আলী (৩০) বরিশাল নগরের নয় নম্বর ওয়ার্ডের রসুলপুর চরের বাসিন্দা বেদে সর্দার সোহরাব সর্দারের ছেলে। ১৮ মার্চ বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল নদী বন্দরের পন্টুনে এমভি পারাবাত-১১ লঞ্চের পাখায় আটকে পড়া জাল ছাড়াতে নদীতে নেমে নিখোঁজ হন আবেদ আলী। পরে ওই জেলের একটি কাটা পা উদ্ধার করা হয়। শরীরের অন্য অংশ উদ্ধারে নদীতে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তারা উদ্ধার করতে পারেননি। দুদিন পর মরদেহ ভেসে উঠে নদীতে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.