বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ২০২৪-২০২৫ অর্থবছরে ইলিশ আহরণ নিষিদ্ধ সময়ে জেলেদের মানবিক কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ(চাল)বিতরণ করা হয়েছে।
উপজেলার কেদারপুর ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মাঝে ২০ মার্চ বুধবার এ চাল বিতরণ করা হয়েছে।
কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরে আলম বেপারী বুধবার সকালে আনুষ্ঠানিক উদ্ধোধনের মধ্য দিয়ে এ চাল বিতরণ কার্যক্রম শুরু করেন।
এসময় ৫শত ৫২ জন নিবন্ধিত জেলেদের মধ্যে প্রথম পর্যায়ে ১২৯ জেলে পরিবারের প্রত্যেককে ৪০ কেজি করে চাল প্রদান করেন। বাকি ৪শত ২৩ জন জেলে পরিবারের মাঝে ২১ মার্চ বৃহস্পতিবার ২য় পর্যায়ে ভিজিএফ চাল বিতরণ করা হবে বলে জানান ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারী। এছাড়াও একই দিন ভিজিডি কার্ডের ১শত ২৭ জন সুবিধাভোগীরে মাঝেও চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণ কার্যক্রমের উদ্ভোধন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ইউসুফ আলী দেওয়ান, সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহানাজ বেগম, ট্যাগ অফিসার আতিকুর রহমান সুমন, সমাজ সেবক ও জাতীয় মৎস্য সমিতির বাবুগঞ্জ উপজেলা সভাপতি সেলিম জোমাদ্দার, ইউপি সদস্য মোঃ মুসা আলী, মোঃ ইব্রাহীম বিশ্বাস, সাবেক ইউপি সদস্য মোঃ জানে আলম ফকির, কেদারপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ রাকিব খান, কেদারপুরর ইউনিয়ন জেলে সমিতির সভাপতি জয়নাল আবেদীন।
চাল বিতরণকালে কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ নূরে আলম বেপারী বলেন, জাটকা আহরন নিষিদ্ধ সময়ে জেলেরা যাতে কষ্ট না পায় সে জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে এ চাল বিতরণ করা হচ্ছে। শেখ হাসিনা সরকারই সর্বপ্রথম জেলেদের জন্য এ চাল বরাদ্ধ করেছেন। জেলেদের জীবন-জীবিকা উন্নয়ন আওয়ামী সরকার নানা মুখী পদক্ষেপ নিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.