রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় মাদক উদ্ধার,ওয়ারেন্ট তামিল ও সার্বিক পারফরমেন্সের জন্য থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (নিঃ) মোঃ আল- মামুন বরিশাল জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (সাব-ইন্সপেক্টর) হওয়ার কৃতিত্ব অর্জণ করেছেন। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা শীর্ষক সভায় বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ আল-মামুনের হাতে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন। এসময় বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুল ইসলামসহ,জেলার সকল থানার ওসি এবং জেলা পুলিশ,র্যাব,কোষ্টগার্ড ও নৌ-পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ আল-মামুন তার আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, তিনি বাংলাদেশ পুলিশের সঙ্গে যুক্ত হয়ে নিজের এ পেশাকে শ্রেষ্ঠ ও গৌরবের মনে করেন। তিনি সততা,দেশপ্রেম ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে তার ওপর অর্পিত দায়িত্ব পালণ করে যাবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে বানারীপাড়া থানার চৌকস ও মানবিক উপ-পরিদর্শক মোঃ আল-মামুন বরিশাল জেলায় শ্রেষ্ঠত্ব অর্জণ করায় বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.