ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মুরগী বিক্রি ও বাজার স্বাভাবিক রাখতে মুরগী ব্যবসায়ীদের সঙ্গে ঝালকাঠি জেলা প্রশাসক জনাব ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে বুধবার ২০শে মার্চ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরোজ, জেলা প্রশাসকের অন্যান্য কর্মকর্তাগণ ও বাজার সমিতির সদস্যসহ বিভিন্ন ব্যবসায়ীগণ।
আলোচনা সভায় সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করা, মুরগী ব্যবসয়ীরা মুরগী বিক্রি না করলে ডিসি অফিস প্রাঙ্গণে খামারিদের কাছ থেকে মুরগী এনে মাংকিং করে সরকার নির্ধারিত মূল্যে মুরগী বিক্রি করা, বাজার মনিটরিং টিমকে ব্যবসায়ী সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া; মুরগি, গরু ও আলুসহ অন্যান্য পণ্য যেসকল জেলা থেকে আমদানি করা হয় সেসকল ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা ও জানতে চাওয়া কত মূল্যে তারা বিক্রি করে এবং সেসকল জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে সেখানে বাজার মনিটরিং জোরদার করার আহ্বান জানানোসহ বিভিন্নরকম সিদ্ধান্ত গৃহণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.