জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান
বরিশাল নগরী রুপাতলী ও পোর্ট রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার ও মো. রবিউল হাসান ভূঁইয়া রোববার (১৭ মার্চ) দুপুরে
বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বরিশাল নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।অভিযানে পণ্যের দামের তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত দামের বেশি দামে পণ্য বিক্রয়ের অপরাধে পাঁচটি মামলায় পাঁচজন বিক্রেতাকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র্যাব-৮ এর তিনটি দলের সহযোগিতায় অভিযানে জরিমানার পাশাপাশি নির্ধারিত দামে পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে বিক্রেতাদের সতর্ক করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.