বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে
মানব সেবার অবিরাম প্রত্যয় নিয়ে কেদারপুর ইউনিয়ন সমাজকল্যান সংস্থা এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল ৩ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৭ মার্চ) বিকাল ৩ টায় উপজেলার কেদারপুর ইউনিয়নের ক্লাবগঞ্জ বাজারে সংগঠনের অফিস কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
কেদারপুর ইউনিয়ন সমাজ কল্যান সংস্থা এর সভাপতি মোঃ জহিরুল হক রোকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কাওসার শরীফ এর সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক মোঃ ফরিদ উদ্দিন হাওলাদার, মোঃ মোশাররফ হোসেন হাওলাদার, মোঃ আবুল খায়ের প্যাদা,
কেদারপুর সমাজ কল্যান সংস্থা এর সহ সাধারণ সম্পাদক মোঃ রোকোনুজ্জামান সরদার(সাবেক ইউপি সদস্য), সাংগঠনিক সম্পাদক ও আছিয়া ওয়াজেদ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফোরকান হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম হাওলাদার, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর কলেজের প্রভাষক মোঃ সিরাজুল ইসলাম, উক্ত সংগঠনের প্রচার সম্পাদক মোঃ রাজু, সহ সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ হাদিসুল ইসলাম, সদস্য মোঃ জাহিদুর রহমান নাঈম, মোঃ সেলিম, মোঃ ফারুক হোসেন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কেদারপুর ইউনিয়ন সমাজ কল্যান সংস্থাটি ২০২২ সালের ৮ অক্টোবর এ যাত্রা শুরু করে এ পর্যন্ত কেদারপুর ইউনিয়নের ৫ জন ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা, একাধিক মসজিদে নগদ অনুদান, একাধিক দুস্থ পরিবার কে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
এছাড়াও গতবছরের বিন্যামূল্যে স্থানীয় ৩ শতাধিক মানুষের চোখের চিকিৎসা প্রদান করেন কেদারপুর সমাজ কল্যান সংস্থা। সংগঠনে প্রায় ২ শতাধিক কর্মী সেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন। এদিকে বিতরণকৃত ইফতার সামগ্রীতে খেজুর, চিড়া-মুড়ি, ছোলা, ট্যাংক, চিনিসহ বিভিন্ন প্রকারের ইফতার সামগ্রী রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.