খুলনা থেকে নিজস্ব প্রতিনিধি ইমরান যেমন কাজল।
পবিত্র মাহে রমজানে কোন অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের স্টক বা অবৈধ মজুদ করলে বা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে।
দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য পরিবহন সেক্টরে এবং আঁড়তে চাঁদাবাজি বন্ধ করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ১৩ মার্চ ২০২৪ খ্রিঃ সময় ০৯.৩০ ঘটিকায় আড়ংঘাটা থানা পুলিশের নিকট গোপন সংবাদ আসে যে, দৌলতপুর ইজিবাইক শ্রমজীবী সমবায় সমিতি’র দৈনিক টাকা আদায়ের রশিদ নিয়ে কতিপয় ব্যক্তি আড়ংঘাটা থানাধীন মোল্লা রাইস মিলের পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর দাঁড়িয়ে ইজিবাইক চালকদের জোরপূর্বক থামিয়ে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের নিকট থেকে বেআইনী ভাবে রশিদ দিয়ে চাঁদা আদায় করছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে আড়ংঘাটা থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক অভিযান পরিচালনা করে চাঁদাবাজির সাথে জড়িত ১) মোঃ কামরুল ইসলাম(৩৫), পিতা-মোকসেদ আলী শেখ, সাং-মহেশ্বরপাশা, থানা-দৌলতপুর এবং ২) মোঃ তরিকুল ইসলাম(৪৮), পিতা-মোকসেদ আলী শেখ, সাং-মহেশ্বরপাশা, থানা-দৌলতপুর, খুলনা।
মহানগরীদ্বয়কে চাঁদা আদায়ের রশিদ এবং চাঁদা আদায়ের নগদ ৬,১১০ টাকাসহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত চাঁদাবাজদের বিরুদ্ধে আড়ংঘাটা থানার মামলা নং-০৮, তাং-১৩/০৩/২০২৪ খ্রিঃ, ধারা- ৩৮৫/৩৮৬ পেনাল কোড রুজু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.