মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানা প্রতিষ্ঠার বয়স দেখতে দেখতে ৪ বছর পূর্ণ হয়েছে। তবে ২০২০ সালের ফেব্রুয়ারী মাস ২৯ তারিখ থাকায় আজও ২৯ ফেব্রুয়ারী হওয়ার আজ প্রতিষ্টা বার্সিকী।২০১৮ সাল প্রতিষ্ঠালগ্ন থেকে এ থানায় ৪ বছরে পর্যায়ক্রমে ৪ জন অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেছেন। দর্শনা থানার প্রথম ওসি মাহব্বুর রহমান কাজলের বদলির পরই যোগদান করেন এএইচএম লুৎফুল কবীর। তারপর যোগদান করেন ওসি ফেরদৌস ওয়াহিদ। তার যোগদানের দুই মাসের মাথায় বদলি হয়ে বর্তমানে তিনি চুয়াডঙ্গা ডিবির ওসি হিসাবে কর্মরত আছেন। বর্তমানে দর্শনা থানায় দায়িত্বে আছেন ওসি বিপ্লব কুমার সাহা।
দর্শনা শহর চুয়াডাঙ্গা জেলার ভিতর অতিগুরত্বপূর্ণ শিল্প শহর হিসেবে দর্শনার পরিচিতি গোটা দেশেই। চুয়াডাঙ্গা-২ আসনের ৪ বারের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের নিরলস প্রচেষ্ঠার ফসল হিসেবে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে থানা হিসেবে উন্নিত হয়। গত ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আনুষ্ঠানিকভাবে দর্শনা থানার উদ্বোধন করেন। ২০২০ সাল থেকে ২৮ ফেব্রুয়ারি ২৪ পর্যন্ত মাদক উদ্ধার হয়েছে, ফেনসিডিল ১৩ হাজার ১৪২ বোতল,গাঁজা ৩৫২কেজি,ইয়াবা ট্যাবলেট ৭ হাজার ৭১৩ পিচ,চোলাই মদ ৮৭৪লিটার,বিদেশী মদ ২শ৬বোতল,ট্যাপেন্টাডল ট্যাবলেট ২৩হাজার ৩০০ পিচ, নেশা জাতীয় ইনজেকশন ১৩শ ২৩ পিচ,গাঁজা গাছ,১৭ টি,৩ পুরিয়া হেরোইন। এ পর্যন্ত রুজুকৃত মামলার সংখ্যা ১১৯০,গ্রেফতার হয়েছে ২৯৩৭ জন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.