১২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় বাড়িতে বাবার লাশ রেখে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে হুমায়রা ইয়াসমিন হিমু। বুধবার সকালে শোকার্ত হৃদয়ে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে গিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত মঙ্গলবার রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগঞ্জ পত্নীপাড়ার বাসিন্দা এসএসসি পরীক্ষার্থী হিমুর বাবা আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম (৪৮) মারা যান। বুধবার দুপুর আড়াইটার দিকে তার বাবার দাফন সম্পন্ন হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক আব্দুল হাকিম চৌরাস্তা বাজারে ভ্যান শ্রমিক সমিতির একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। বক্তব্য শেষে দোকানে চা খাওয়ার পর বুকের ব্যথা অনুভব করলে তাৎক্ষণিক তাকে সহকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিয়তি মেনে নিয়ে বাবার লাশ বাড়িতে রেখে চোখের জলে হিমুকে যেতে হয় পরীক্ষা কেন্দ্রে।
হিমুর বাবা আব্দুল হাকিম রাজনীতিতে তেঁতুলিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও আওয়ামীলীগের সহ-দফতর সম্পাদক ছিলেন।
হুমায়রা ইয়াসমিন হিমু কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি পরীক্ষা। দুই ভাই বোনের মধ্যে সেই ছোট। বড় ভাই জাহিদ হাসান জনি রাজশাহী ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিষয়ে পড়ালেখা করছে।
হিমুর দুই বান্ধবী হাবিবা আক্তার রুম্পা ও হাবিবা আক্তার জানায়, বাবার মৃত্যুতে হিমু মানসিকভাবে ভেঙে পড়ে। পরীক্ষা দিতে চাইছিল না। কিন্তু পরীক্ষা না দিলে ফল অকৃতকার্য হবে। তাই বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষার হলে নিয়ে আসা হয় তাকে।
শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন, হিমুর বাবা আব্দুল হাকিমের মৃত্যুটা অত্যন্ত বেদনার। তার মধ্যে মেয়ের পরীক্ষা। একদিকে বাবা হারানো বেদনা, অন্যদিকে সকালে এসএসসি পরীক্ষা। বাড়িতে বাবার লাশ রেখে কষ্ট চেপে পরীক্ষায় অংশ নেয় হিমু। আমি তার প্রতি সমবেদনা জানাই। আল্লাহ তাকে ধৈর্য ধারণের ক্ষমতা দিক। সে যেন ধৈর্য ধারণ করে স্বাভাবিক হয়ে পড়ালেখা করে সামনে এগিয়ে যেতে পারে সে কামনা করি।
উপজেলা শিক্ষা অফিসার শওকত আলী বলেন, এসএসসি পরীক্ষার্থী হুমায়রা ইয়াসমিন হিমুর বাবার মৃত্যুর বিষয়টি আমরা পরীক্ষা কেন্দ্রে আসার পর জানতে পেরেছি। পরীক্ষা দেয়ার সময় কান্নায় ভেঙ্গে পড়ে। কোন মতে পরীক্ষা শেষ করে বাড়ি চলে যায়। আমরা চেয়েছিলাম সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিক।