০৭ নভেম্বর ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন, ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ উৎসব মূখর পরিবেশে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। ১ বছর মেয়াদী কমিটির এ নির্বাচন গত ২৩ ফেব্রুয়ারী -২০২৪ শুক্রবার সকালে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালের কন্ঠ ও আজকের পরিবর্তন পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম ১১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।
তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক ভোরের অঙ্গিকার পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি প্রভাষক সাইফুল রহিমও ১১ ভোট পান। যে কারণে প্রথম ৬ মাস সিনিয়র সদস্য হিসেবে মোঃ সাইফুল ইসলাম বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করবেন। এ সময়ের মধ্যে প্রভাষক সাইফুল রহিম সভাপতি পরিচয় দেওয়া কিংবা কোন ধরণের সুযোগ সুবিধানগ্রহন করতে পারবেন না। পরবর্তী ৬ মাস পরে তাঁকে বাকী ৬ মাসের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ার পর তিনি সভাপতি পরিচয় কিংবা দায়িত্ব পালন করতে পারবেন। এছাড়াও সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন পত্রিকার বাবুগঞ্জ প্রতিনিধি আরিফ হোসেন ১২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী দৈনিক দেশ পত্রিকার বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ১০ ভোট । সকাল ০৯ থেকে ১১ টা পর্যন্ত প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে টানা দুই ঘন্টা ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন- বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হাসান অরুন,সদস্য শাহাব উদ্দিন বাচ্চু ও হাফেজ সাইফুল ইসলাম। বাবুগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচনটি উৎসবে পরিনত হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে পূণাঙ্গ কমিটি গঠন করা হইবে।