২৩ এপ্রিল ২০২৫, ০৯:০১ অপরাহ্ন, ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, বুধবার, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বিশ্বের বৃহৎ বেসরকারি সংস্থার অন্যতম আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা (আশা) বাবুগঞ্জ ব্রাঞ্চের পক্ষ থেকে ব্রাঞ্চের সদস্য দু’জনকে নগদ চিকিৎসা সহায়তা ও বিমা দাবীর টাকা প্রদান করা হয়েছে।
২২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুর ২ টায় আশা এর বাবুগঞ্জ ব্রাঞ্চের কার্যালয়ে সদস্য মোসাঃ আয়েশা বেগম কে চিকিৎসা সহায়তা ও সীমা রাণী (বিমাদাবির) কে এই নগদ সহায়তা প্রদান করা হয়।
চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে বাবুগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার আবু সাইদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার রিজিওনাল ম্যানেজার মোঃ সিদ্দিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাবুগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামান দিপু সিকদার,
আশা বাবুগঞ্জ এর সহকারী ব্রাঞ্চ ম্যনেজার নজরুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সদস্য সাংবাদিক রফিকুল ইসলাম , অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোন অফিসার মোঃ রিয়াদ হোসেন, হারুন অর রশিদ ,মিলন হালদার, ননি গোপাল, আহসান হাবিব প্রমুখ।
প্রধান অতিথি মোঃ সিদ্দিকুর রহমান বলেন আশা বিশ্বের অন্যতম আর্থ সামাজিক সেবা দানকারী প্রতিষ্ঠান। আশা ২০০৩ সাল থেকে বাবুগঞ্জে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে ক্ষুদ্র ঋণ, শিক্ষা, স্বাস্থ্য সহ অনেক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের সদস্যের যেকোন প্রয়োজনে, এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে আমাদের প্রতিষ্ঠান আশা ক্ষতিগ্রস্তদের পাশে ছিল এবং আছে।
সহায়তা প্রাপ্ত আয়েশা ও সীমা রানী বলেন, আমরা দীর্ঘদিন যাবত আশার সঙ্গে কাজ করে আসছি। আমাদের এই দুর্দিনে আশা আমাদের পাশে থেকেছে। আমরা এই সংস্থার সাফল্য কামনা করি।