০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, রবিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদার কুড়ুলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে আয়োজিত সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় কুড়ুলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এসময়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস।প্রধান অতিথি ড.কিসিঞ্জার চাকমা শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চা সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের বলেন, প্রত্যেক অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদের কে শিক্ষার মান উন্নয়নে একসাথে এগিয়ে আসতে হবে।প্রকৃত শিক্ষা সম্পর্কে ছেলে মেয়েদের বোঝাতে হবে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্য সকলের সমন্বয়ে এগিয়ে আসতে হবে। পরে প্রধান অতিথি তিনি কুড়ুলগাছি ইউনিয়ন ভূমি অফিস এবং কার্পাসডাঙ্গায় অবস্থিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।