জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।
আজ অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বেলা ১২ টায় শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা শাহানারা বেগম মিলনায়তনে ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শনী, ভাষা সৈনিকদের সম্মাননা প্রদান, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, কবি সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়। এ সময় তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যে সকল শহিদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ভাষা আন্দোলন সহ প্রতিটি অধিকার আদায়ের আন্দোলনে সারাদেশের ন্যায় বরিশালেরও ভূমিকা ছিল প্রশংসনীয়। বিশেষ করে ভাষা আন্দোলন সহ সকল সাধিকার আন্দোলনে বরিশালের নারীরা থেকেছে সবসময় অগ্রণী ভূমিকায়। এ-সময় তিনি বঙ্গবন্ধু কর্তৃক জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ প্রদান সহ ভাষা আন্দোলন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে আমাদেরকে তরুণ সমাজের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে দেশের এই ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার আহবান জানান ।এ সময় তিনি ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ভাষা স্মারক ও সাহিত্য প্রদর্শনী কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ জনাব ফজলুল করিম, সভাপতি বরিশাল রিপোর্টার্স ইউনিটি জনাব নজরুল বিশ্বাস, পরিষদ সদস্য বাংলাদেশ শিল্পকলা একাডেমী সৈয়দ দুলাল, আহ্বায়ক একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জনাব কাজল ঘোষ, সংবর্ধিত কবি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.