বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে আলোচনা সভা ও কেক কেটে দৈনিক ভোরের কাগজ পত্রিকার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব হল রুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোরের কাগজের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুণ এর সভাপতিত্বে ও ভোরের কাগজ পত্রিকার বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম খালেদ হোসেন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো : মাসুদ করিম লাভলু, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শাহজাহান খান, বাবুগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোঃ আজম, বাবুগঞ্জ উপজেলা উপ সহকারী কৃষি অফিসার মোঃ ছাদেকুর রহমান সুরুজ সিকদার, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মোঃ শামীম খান।
এছাড়াও প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আরিফ হোসেন নয়ন, সাংবাদিক সাইফুল রহিম (সহকারী অধ্যাপক), আবদুল্লাহ আল মামুন, এ কে এম জিয়াউল হক(সহকারী অধ্যাপক) মোহাম্মাদ আলী, মোঃ আরিফুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আল-আমিন, মোঃ নুরে আলমসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন বলেন , মুক্তিযুদ্ধের স্বপক্ষে ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে ১৯৯২সালের ১৫ফেব্রুয়ারি শুরু হয়েছিল জাতীয় দৈনিক ভোরের কাগজের পথচলা। সেই চেতনা লালন করে আজো অবিচল সংগ্রাম করছে ভোরের কাগজ পত্রিকাটি। নানা অন্যায়-অবিচারের সঙ্গে আপসহীন অবস্থান ও দেশের স্বার্থ এবং শান্তি সমৃদ্ধির পক্ষে সুদৃঢ় অবস্থানের কারণে পাঠকের কাছে ভোরের কাগজ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এখনো আলাদা সম্মান ও গুরুত্বের স্থানে রয়েছে।
ভোরের কাগজের দীর্ঘ পথচলায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের গুরুত্বপূর্ণ ভূমিকারও প্রশংসা করেন পাঠক ও উপস্থিত অতিথিরা। পরে আলোচনা সভা শেষে কেক কাটা উৎসবে মিলিত হন ভোরের কাগজের পাঠক ও সাংবাদিকসহ অতিথি বৃন্দ।
বিষেশ অতিথি বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক অভিযাত্রা ও মুক্তবুদ্ধির চর্চাকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে ৩২ বছর পেরিয়ে ৩৩ বছরে পদার্পণ করেছে মুক্ত প্রাণের প্রতিধ্বনি স্লোগানে এগিয়ে চলা পাঠকপ্রিয় দৈনিক ভোরের কাগজ।
তিনি আরো বলেন, বাংলাদেশের অন্যতম গণমাধ্যম ব্যাক্তিত্ব জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের দৃঢ় সংকল্প আর দূরদর্শী নেতৃত্বে ভোরের কাগজ এগিয়ে যাচ্ছে স্বমহিমায়। দেশের ক্রান্তিকালে ভোরের কাগজ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ভবিষ্যতেও সামনে এগিয়ে যাবে এমন প্রত্যাশা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.