মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশের নিয়োগ প্রক্রিয়া বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান এক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন,
পুলিশের নিয়োগ হবে মেধার ভিত্তিতে কোন প্রকার সুপারিশ ও দুর্নীতি গ্রহণযোগ্য হবে না। যতো উপর থেকেই সুপারিশ আসুক না কেনো কোন প্রকার সুপারিশ গ্রহণযোগ্য হবে না। মেধা ও শারিরীক ফিটনেসের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকা ফ্রি দিয়ে একজন যোগ্য প্রার্থী চাকুরীর জন্য নির্বাচিত হবেন। এর সাথে বাড়তি কোন ধরনের লেনদেন বা সুযোগ সুবিধার বিষয়াদি জড়িত থাকবে না। কেউ যদি কোন প্রকার আর্থিক লেনদেন, বাড়তি সুযোগ বা প্রতারণার আশ্রয় নেয় তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নাজিম উদ্দীন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিছুজ্জামান লালন, ডিআই-০১ (বিশেষ শাখা) আবু জিহাদ ফকরুল আল খান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.