মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় রন্ধন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চুয়াডাঙ্গার উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় জেলা পুলিশ পার্ক কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী জান্নাতুল ফেরদৌস। এসময় তিনি বলেন, এ কর্মশালায় রন্ধনশিল্পে অংশগ্রহণকারীরা দক্ষতা অর্জন পূর্বক স্বাবলম্বী হতে পারবে এবং নারীর ক্ষমতায়নে পুনাক, চুয়াডাঙ্গার ক্ষুদ্র প্রচেষ্টা অব্যহত রাখবে।
এসময় আরও উপস্থিত ছিলেন পুনাকের সহ-সভানেত্রী মিসেস নাহিদা আক্তার, সাধারণ সম্পাদিকা মিসেস জোবায়দা আক্তার, কোষাধ্যক্ষ মিসেস সাবিনা ইয়াসমিন,সহকারি পুলিশ সুপার(দামুড়হুদায় সার্কেল) জাকিয়া সুলতানা, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তারসহ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা।
চুয়াডাঙ্গা জেলাধীন বিভিন্ন এলাকার আগ্রহী নারীগণ এবং নারী পুলিশ সদস্যরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। দক্ষ রন্ধন শিল্পীর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে কিভাবে সহজ উপায়ে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার রান্না করা যায় এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নিজেদের উদ্যোক্তা ও স্বাবলম্বী করতে পারে সেই লক্ষ্যে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.