বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে গৈলা মডেল ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট আঃ খালেক সেরনিয়াবাতের ৫১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মরহুম খালেক সেরনিয়াবাত ছিলেন স্বাধীন দেশের প্রথম কৃষি, সেচ ও পানি সম্পদ মন্ত্রী, বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা, ’৭৫এর ১৫ আগষ্ট জাতির পিতার পরিবারের সাথে শহীদ হওয়া আব্দুর রব সেরনিয়াবাতের বাবা এবং মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি’র দাদা। বৃহস্পতিবার বিকেলে গৈলা মডেল ইউনিয়ন পরিষদ হল রুমে চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদারের সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মিলাদে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, শহীদ আব্দুর সেরনিয়াবাতের নাতি সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ। স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, সহসভাপতি আব্দুস সাত্তার মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সরদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ সাইদুল ইসলাম পাইক, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত ফয়জুল, ছাত্র লীগ সভাপতি মোঃ মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন পাইকসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.