মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থেকে ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেলো মেদিনীপুরের বার্ষিক ওরশ শরীফের ভারতীয় বিশেষ ট্রেন।
বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে দর্শনা আন্তঃজার্তিক ইষ্টিশন দিয়ে ভারতে প্রবেশ করে যাত্রীবাহী ট্রেনটি।এর আগে রাজবাড়ি হতে ছেড়ে আসা মেদিনীপুরের বিশেষ ট্রেনটি রাত ১ ইষ্টেশনে এসে পৌছায়। সকাল সাড়ে ৮ টায় দর্শনা ইমিগ্রেশনে কাগজপত্র চেকিং শুরু করে সকাল ১০ টায় ছেড়ে যায় এ বিশেষ ট্রেনটি। ভারতের পশ্চিমবঙ্গ মেদিনীপুরের জোড়া মসজিদে বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও রাজবাড়ী থেকে ভক্তদের নিয়ে ছেড়ে যায়। ১২৩তম এ ওরশ শরীফে বাংলাদেশ থেকে ২ হাজার ২৫১ জন ভক্তের মধ্যে ১৩১৮ জন পুরুষ ও ৯৩৩ জন মহিলা ওরশ শরীফে যান।ভারত থেকে আসা ২৪ বগির বিশেষ এ ট্রেন যাত্রীদের নিয়ে মেদিনীপুরের উদ্দেশে ছেড়ে যান বলে জানান রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত।রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক আব্দুল আজিজ কাদেরী মোবাইল ফোনে জানান ১৭ ফেব্রুয়ারি রাতে মেদিনীপুর জোড়া মসজিদে হযরত আব্দুল কাদের জিলানী (রা.)'র বংশধর হযরত আল বাগদাদী আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম ‘মওলাপাক’ এর পবিত্র ওরশ অনুষ্ঠিত হবে।শত বছরেরও বেশি সময় ধরে এই ওরশ উৎসবকে নিয়ে আন্তর্জাতিক বিশেষ এই ট্রেনটি দুটি দেশের সেতুবন্ধন এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে। বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে ১৯০২ সাল থেকে এই ওরশকে ঘিরে এ ট্রেনটি চলাচলের ব্যবস্থা করে আসছে।তিনি আরও বলেন, বড়পীর আব্দুল কাদের জিলানীর বংশধরদের নৈকট্য লাভ, তাদের এক নজর দেখতে ও পূণ্য লাভের আশায় প্রতিবছর এই দিনে মেদিনীপুরে যান ভক্তরা। ওই ওরশের সঙ্গে মিল রেখে একইদিন রাজবাড়ীর বড় মসজিদ খানকা শরীফেও আনুষ্ঠানিকতা হয়। পীরের ভক্তরা এতে যোগ দেন।ওরশে যোগদানের জন্য ভারত সরকারের সুপারিশ ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ভারতীয় দূতাবাস বিশেষভাবে ভিসা দিয়ে থাকেন বলে জানান আজিজ কাদেরী।স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জাগো দেশকে বলেন, বুধবার ভারত থেকে ২৪ বগির ট্রেনটি রাজবাড়ী এসে পৌঁছায়। যাত্রীরা যাতে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে এজন্য রেল কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছিল।
ট্রেনের ভেতরে যেন কোনো বিঘ্ন না ঘটে সে জন্য গার্ড, ইলেকট্রিশিয়ান, অ্যাটেনটেন্ড নিয়োগ দেওয়া হয়।ওরশ শেষে ১৯ ফেব্রুয়ারি একই ট্রেনে যাত্রীরা ফিরবেন বলে জানান তিনি।এ বিষয়ে দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ আতিক হাসান জানান, যাত্রীদের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থাসহ বাড়তি ফোর্স মোতায়েন করা হয়। প্রত্যেক যাত্রীর বৈধ পাসপোর্ট আছে কিনা সব চেকিং করে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.