২৩ জানুয়ারী ২০২৫, ১২:৩১ অপরাহ্ন, ২২শে রজব, ১৪৪৬ হিজরি, বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের ক্রাইম ডেক্স
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত হওয়া ৪৮ জন নারীর নাম ঘোষণা করেন।
এর আগে, সকালে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশী ১৫৪৯ জনের সঙ্গে বৈঠক করেন।
যে ৪৮ জন মনোনয়ন পেয়েছেন তারা হলেন-
রেজিয়া ইসলাম – পঞ্চগড়
সংরক্ষিত আসনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
দ্রৌপদী বেবি আগরওয়াল- ঠাকুরগাঁও
আশিকা সুলতানা- নীলফামারী
রোকেয়া সুলতানা – জয়পুরহাট
কোহেলী কুদ্দুস – নাটোর
জারা জাবীন মাহবুব – চাঁপাইনবাবগঞ্জ
রুনু রেজা- খুলনা
ফরিদা আক্তার বানু- বাগেরহাট
মোসা. ফারজানা সুমি – বরগুনা
খালেদা বাহার – ভোলা
নাজনীন নাহার রশীদ – পটুয়াখালী
ফরিদা ইয়াসমিন–নরসিংদী
উম্মি ফারজানা ছাত্তার – ময়মনসিংহ
নাদিয়া বিনতে আমিন – নেত্রকোনা
মাহফুজা সুলতানা -জয়পুরহাট
পারভীন জামান – ঝিনাইদহ
আরোমা দত্ত -কুমিল্লা
লায়লা পারভীন -সাতক্ষীরা
মন্নুজান সুফিয়ান – খুলনা
বেদৌরা আহমেদ সালাম – গোপালগঞ্জ
শবনম জাহান -ঢাকা
পারুল আক্তার -ঢাকা
সাবেরা বেগম– ঢাকা
শাম্মী আহমেদ – বরিশাল
নাহিদ ইজাহার খান- ঢাকা
ঝর্না হাসান– ফরিদপুর
ফজিলাতুন নেসা – মুন্সীগঞ্জ
সাহিদা তারেখ –ঢাকা
অনিমা মুক্তি গোমেজ – ঢাকা
শেখ আনার কলি -ঢাকা
মাসুদা সিদ্দিক রোজী – নরসিংদী
তারানা হালিম–টাঙ্গাইল
বেগম শামসুন নাহার–টাঙ্গাইল
মেহের আফরোজ – গাজীপুর
অপরাজিতা হক– টাঙ্গাইল
হাছিনা বারী চৌধুরী- ঢাকা
নাজমা আকতার–গোপালগঞ্জ
রুমা চক্রবর্তী–সিলেট
ফরিদুন্নাহার লাইলী – লক্ষ্মীপুর
আশ্রাফুন নেছা–লক্ষ্মীপুর
কানন আরা বেগম – নোয়াখালী
শামীমা হারুন–চট্টগ্রাম
ফরিদা খানম – নোয়াখালী
দিলোয়ারা ইউসুফ- চট্টগ্রাম
ওয়াসিকা আয়েশা খান – চট্টগ্রাম
জ্বরতী তঞ্চঙ্গ্যা–রাঙামাটি
সানজিদা খানম – ঢাকা
মোছা. নাসিমা জামান – রংপুর
গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংরক্ষিত আসনে মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে মোট ১৫৪৯ ফরম বিক্রি করেছে দলটি। যা থেকে আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান। এ হিসেবে নিজেদের এবং স্বতন্ত্রদের সমর্থন পাওয়ায় আওয়ামী লীগ পাবে মোট ৪৮ আসন।