১১ অক্টোবর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন, ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি, শুক্রবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
চুয়াডাঙ্গার দর্শনায় পিস্তল গুলিসহ গ্রেপ্তার ১ বাংলাদেশে হিন্দুরা কোনো সংখ্যালঘু সম্প্রদায় নয় – সাবেক এমপি হাফিজ ইব্রাহিম ঢাকা-বরিশাল মহাসড়কের কুন্ডুবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মিয়ানমার থেকে বাংলাদেশি মাছ ধরার ট্রলারে গুলি, নিহত ১ দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা মুয়াজ্জিন ঢাবির ৫৬ শিক্ষকের ক্লাস বর্জনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা বরিশালে বিভিন্ন পূজা মন্ডপের সার্বিক  নিরাপত্তা ব্যবস্থা ও পর্যবেক্ষণ। তেঁতুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বিজিবি’র মতবিনিময় সভা রাঙ্গামাটি সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে – সুপ্রদীপ চাকমা সংবিধান টেনে রুমিন ফারহানা বললেন, ‘শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী
মেডিকেলে জেলার সেরা সাফল্য দর্শনার লাবিব

মেডিকেলে জেলার সেরা সাফল্য দর্শনার লাবিব

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মেডিকেল ভর্তিযুদ্ধে ব্যাপক সাফল্য, উচ্ছ্বসিত পরিবার-পরিজনসহ এলাকাবাসী।

প্রতিবছরের ন্যায় এবারও মেডিকেলে ভর্তিযুদ্ধে চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা ভালো করেছেন। চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও আলমডাঙ্গা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চুয়াডাঙ্গার কৃতী শিক্ষার্থীরা মেডিকেল ভর্তিযুদ্ধে নিজের স্থান করে নিয়েছেন।

দর্শনা পৌর এলাকার পুরাতন বাজারের আনছার আলী ও শিরিন শাহারিয়ার পারভীনের পুত্র তাসনিম লাবিব ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। মেধা তালিকায় তাঁর স্থান ৯০তম, স্কোর ৮৪.৭৫। চুয়াডাঙ্গা শহরের জ্বিনতলা মল্লিক পাড়ার আরিফুল হক ও সেলিনা আক্তার দম্পতির কন্যা নিশাত নাবিয়াহ্ আশফী কুষ্টিয়া মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। মেধা তালিকায় তার স্থান ৬ হাজার ৫১১ তম ও স্কোর ৭০.২৫। চুয়াডাঙ্গা সিঅ্যান্ডবি পাড়ার আনোয়ার হোসেন ও রুবিনা তাসমিন রেুমির পুত্র মাসরুফ হোসেন রাদ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। মেধা তালিকায় তাঁর স্থান ৩০৮তম ও স্কোর ২৮১। আলমডাঙ্গার খন্দকার হাবিবুর রায়হান ও নাছিমা পারভীন দম্পতির কন্যা আফরিন খন্দকার মেঘা শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুরে। তাঁর মেধা তালিকা ৪ হাজার ৭২১ ও স্কোর ৬৭.৭৫। আলমডাঙ্গার পাঁচকমলাপুর গ্রামের রফিকুল ইসলাম ও সেলিনা পারভীন দম্পতির পুত্র ইবনে বাসার রনি মাগুরা মেডিকেল কলেজে। মেধা তালিকায় তাঁর স্থান ৫ হাজার ২১৮ ও স্কোর ২৬৭। চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতাল পাড়ার আশিতুর রহমান ও শিরিনা আক্তারের পুত্র আরাফাত রহমান রাজশাহী মেডিকেল কলেজে। মেধা তালিকায় তাঁর স্থান ১ হাজার ৮১৭, স্কোর ৭৩.৫।

চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামের নব কুমার হালদার ও কিউটি হালদারের পুত্র নিলয় কুমার হালদার কুমিল্লা মেডিকেল কলেজে। মেধা তালিকায় তাঁর স্থান ২ হাজার ৭৭৯, স্কোর ২৭১.২৫। চুয়াডাঙ্গা কোর্ট পাড়ার জাহাঙ্গীর কবির ও সেলিনা আখতারের পুত্র আরাফ রহমান অর্ক মাগুরা মেডিকেল কলেজে। সদর উপজেলার বেগমপুর ডিহি কৃষ্ণপুর গ্রামের ফজলুর রহমান ও মোমেনা বেগমের পুত্র মো. মুন্না চট্টগ্রাম মেডিকেল কলেজে। মেধা তালিকায় তাঁর স্থান ১৩১০তম ও স্কোর ৭৫.৫। চুয়াডাঙ্গা চক্ষু হাসপাতাল পাড়ার মাহবুবুর রহমান ও বিলকিস আরার পুত্র মাকসুদুর রহমান খুলনা মেডিকেল কলেজে। মেধা তালিকায় তাঁর স্থান ২ হাজার ৭৪২, স্কোর ৭১.২৫। চুয়াডাঙ্গা শান্তিপাড়ার আফিরুর রহমান ও আফসানা ফেরদৌস দম্পতির পুত্র আল আবিরুর রহমান নওঁগা মেডিকেল কলেজে। মেধা তালিকায় তাঁর স্থান ৫ হাজার ১৮০, স্কোর ২৬৭।

চুয়াডাঙ্গা দক্ষিণ হাসপাতাল পাড়ার শাফায়েতুল ইসলাম ও স্বপ্না ইসলাম দম্পতির পুত্র শাহারিয়ার আনিন সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজে। মেধা তালিকায় তার স্থান ৪ হাজার ৯০৬, স্কোর ৬৭.৫। চুয়াডাঙ্গা থানা কাউন্সিল পাড়ার একেএম মাসুদুজ্জামান ও রিনা পারভীনের কন্যা মারিয়া জামান শেখ হাসিনা মেডিকেল কলেজে এবং চুয়াডাঙ্গার হামিদুর রহমান ও রোকসানা পারভীন দম্পতির পুত্র রাগিব মোহারাত বগুড়া মেডিকেল কলেজে চান্স পেয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019