মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধিঃ
পৃথক দুটি মন্ত্রনালয়ের স্থায়ী কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ ও বিরামপুর) আসন থেকে টানা তৃতীয়বারের মত নির্বাচিত সংসদ সদস্য শিবলী সাদিক।
বুধবার (৭ ফেব্রুয়ারী) সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নাম প্রস্তাব করলে তা কন্ঠ ভোটে পাস হয়।
দ্বাদশ জাতীয় সংসদে পৃথক এই দুটি মন্ত্রনালয়ের স্থায়ী কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন সাংসদ শিবলী সাদিক। এর আগে গত একাদশ জাতীয় সংসদে তিনি সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
টানা তৃতীয় মেয়াদে শিবলী সাদিক আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, দুটি মন্ত্রনায়রের স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে আমার নাম প্রস্তাব করায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে এই দুটি মন্ত্রনালয়ের কাজের জবাবদিহি ও অগ্রগতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.