ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে ইয়াবাসহ ই-পোষ্ট অফিসের অস্থায়ী ডাক পিয়ন তপন কুমার দাস ওরফে তপুকে মাদকসহ গ্রেফতার করেছেঝালকাঠি জেলা ডিবি পুলিশ ।
বুধবার ৭ ই জানুয়ারি বিকেলে শহরের কলেজ মোড় এলাকা থেকে ঝালকাঠি ডিবি পুলিশের এসআই মজিবর রহমান ২০ পিস ইয়াবাসহ তপন দাস কে গ্রেফতার করে। তপন দাস ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গরংগল গ্রামের বাসিন্দা।
তপনের স্বীকারক্তি অনুযায়ী, দেহ তল্লাসী করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় ডিবি পুলিশ বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এছাড়া তপন দাসের বিরুদ্ধে হত্যা, চাদাঁবাজিসহ বেশ কয়েটি মামলা ছিল। ১৫ সেপ্টেম্বর ৩০ পিস ইয়াবাসহ পোষ্ট অফিস রুম থেকে তাকে গ্রেফতার করেছিলো ডিবি পুলিশের এসআই সুবর্ণ চন্দ্র দে।
ঝালকাঠি ডিবি পুলিশের ওসি (ইনচার্জ) মো. মনিরুজ্জামান মনির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তপন কুমার দাস ওরফে তপুকে আটক করা হয়। করে তার স্বীকারক্তি অনুযায়ী তার নিকট থেকে ২০টি ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সদর থানায় হস্তান্তর করা হবে।
ঝালকাঠি জেলাকে মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না । মাদক ব্যবসায়ীদের ঠিকানা হবে জেলখানা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.