ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও জনপ্রতিনিধিদের নিয়ে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় হেলভেটাস বাংলাদেশ এর তত্বাবধানে বেসরকারি উন্নয়ন সংস্থা ''রূপান্তর'' অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের বাস্তবায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আব্দুল হক, মগর ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহিন, কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চু, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার খান, সিদ্ধকাঠি ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার, কুশঙ্গল ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সিকদার, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কেএম মাহবুব হোসেন সেন্টু,রানাপাশা ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, নাচনমহল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম।
এছাড়া রূপান্তরের বিভাগীয় সমন্বয়কারী ঝুমু কর্মকার, অ্যাডভোকেসি এন্ড ক্যাম্পেইন অফিসার নুর ই আযম হায়দারী, জেলা সমন্বয়কারী উজ্জ্বল কুমার পাল ও সাহিদা বানু সোনিয়া, উপজেলা কর্ডিনেটর শাহানাজ পারভীন ও সঞ্জীব কুমার পাল উপস্থিত ছিলেন ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.