শহীদুল ইসলাম শহীদ, (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে আগুন পোহাতে গিয়ে দগ্ধ কম্পাউন্ডার মো. আবদুল মোত্তালেব মিয়ার (৮১) মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা শেখ হাসিনা বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মো. আবদুল মোত্তালেব মিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ড মাষ্টার পাড়া গ্রামের মৃত মো. আবদুস সালাম মিয়ার ছেলে ও সুন্দরগঞ্জ উপজেলা পশু হাসপাতালে কম্পাউন্ডার পদ থেকে ২০০০ সালে অবসরে যান।
পৌরসভার মেয়র মো. আবদুর রশীদ রেজা সরকার ডাবলু বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে গত ২৫ জানুয়ারি নিজ বাড়িতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ওই রাতেই তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ২ দিন পরে ঢাকায় স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। পরে ঢাকা শেখ হাসিনা বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.