বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় চলতি বোরো মৌসুমে খালের মধ্যে বাঁধ দিয়ে পানি সেচ করে মাছ শিকার করায় স্থানীয় কৃষকের পানি প্রবাহ বন্ধ করায় ক্ষতিগ্রস্থ কৃষকেরা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভুমি) বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে মাছ ধরার জন্য দেয়া অবৈধ বাঁধ অপসারণ করেছেন।জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা-আস্কর খালের নাঘিরপাড় গ্রামের একাধিক বোরো ব্লকের জন্য একমাত্র পানি প্রবাহর খালে অবৈধভাবে বাঁধ দিয়ে পানি সেচ করে খালে মাছ শিকার করছিল স্থানীয় আঃ মন্নান বখতিয়ারের ছেলে সোহেল বখতিয়ার। খালে বাধ দিয়ে পানি সেচ দেয়ার কারণে ওই এলাকার জমিতে ভাঙ্গন দেখা দিয়ে কৃষকরা চাষাবাদের জন্য তাদের জমিতে ঠিকমত পানি দিতে পারছিল না। ক্ষতিগ্রস্থ কৃষকেরা অবৈধ বাঁধ অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার লিখিত অভিযোগ দায়ের করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা পেয়ে সহকারী কমিশনার (ভূমি) স্থানীয় শ্রমিক দিয়ে তাৎক্ষণিক বাঁধ অপসারণ করে পানি প্রবাহ নিশ্চিত করে অভিযুক্ত সোহেল বখতিয়ারকে ভর্ৎসনা করে ভবিষ্যতের জন্য শর্তক করে দেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.