রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি। বরিশালের বিমানবন্দর থানায় একটি মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত ফেরারী আসামী বানারীপাড়ার আব্দুর রহিমকে(৪৭) ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আ.রহিম বানারীপাড়া সদর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। বুধবার (৩১ জানুয়ারী ) সকালে তাকে বরিশালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এবিষয়ে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক আল- মামুন জানান,ওসি মো.মাইনুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ২০১৫ সালে বরিশাল র্যাব-৮ বিমানবন্দর থানা এলাকা থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আব্দুর রহিমকে আটক করে। তখন তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.