মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে গোপনে ভৈরব নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করা ও আবাদী জমির মাটি কেটে বিক্রির অপরাধে দুই জনকে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করেছে।
বুধবার দুপুর ১২ টায় জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথী মিত্র মনোহরপুর ইউনিয়নের পেয়ারতলা গ্রামের বোয়ালমারী মাঠে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালায়।এ সময় অবৈধভাবে ভৈরব নদীর পাড়ের মাটি উত্তোলন ও ব্যক্তি মালিকানাধীন জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে মনোহরপুর গ্রামের মোঃ জসীম উদ্দিনকে ৫০ হাজার টাকা ও রবিউল ইসলামের ছেলে বাবলুর রহমানকে একই ধারায় ৫০ হাজার টাকা মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র জানান, কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.