খুলনা থেকে নিজস্ব প্রতিবেদক ইমরান জামান কাজল।
গত ২৩ ডিসেম্বর ২০১৬ খ্রিঃ খুলনা থানাধীন ৪১ চানমারী বাজার মসজিদ গলিস্থ মোহসিন সাহেবের বাড়ীতে স্বামী কর্তৃক স্ত্রী খুন হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের ভাই মোঃ জাহাঙ্গীর হোসে (৩৬), পিতা- মৃত: মজিদ শেখ, এপি সাং-মতিয়াখালী ৩য় গলি কবির সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা- লবণচরা, জেলা-খুলনা বাদী হয়ে খুলনা থানার মামলা নং-২৫, তারিখ-২৩/১২/২০১৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ দায়ের করেন। উক্ত মামলার তদন্তাকারী কর্মকর্তা এসআই (নি:) মোঃ আশরাফুল আলম তদন্ত শেষে আসামী মোঃ মনিরুজ্জামান বাবু(৪৩), পিতা- মোঃ মোফাজ্জেল হোসেন খান , সাং-২০ নং ডাঃ আলতাফ হোসেন লেন, চাঁনমারী , থানা ও জেলা-খুলনার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র নং ১৬৭ দাখিল করেন। খুলনা মহানগরীর বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে বিচারিক কার্যক্রম শেষে আসামী মোঃ মনিরুজ্জামান বাবুকে যাবজ্জীবন দন্ডের আদেশ প্রদান করেন। উক্ত আসামী এরপর থেকে অদ্যবধি পলাতক ছিলেন।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ২০২৪ খ্রিঃ ১১.০৫ ঘটিকায় খুলনা থানার একটি চৌকস টিমের নেতৃত্বে খুলনা থানাধীন রুপসা চাঁনমারী বাজার এলাকা হতে আসামী মোঃ মনিরুজ্জামান বাবু’কে গ্রেফতার পূর্বক যথা নিয়মে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এজন্য ভিকটিমের পরিবার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতারে খুলনা থানা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.