রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
মহান মুক্তিযুদ্ধের সংগঠক,ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন দীর্ঘ ৩৩ বছর পরে বরিশাল-২ আসনে আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে সর্বশেষ তিনি ১৯৯১ সালে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে দীর্ঘ এ সময়ে বরিশাল-২ আসন (বাবুগঞ্জ-উজিরপুর) যেমন পুর্ণবিন্যাস হয়ে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসন হয়েছে, তেমনী প্রতীক বদলে তাকে এ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হতে হয়েছে। বর্তমানে বরিশাল-২ আসনে তার নিজ উপজেলা বাবুগঞ্জ নেই, সেখানে উজিরপুরের সঙ্গে বানারীপাড়া যুক্ত হয়েছে। ১৯৭৯ ও ৯১ সালে তিনি বরিশাল-২ (বাবুগঞ্জ-উজিরপুর) আসনে তার নিজ দলের হাতুড়ি প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ আসনে ১৯৯৬ সালে জাতীয় পার্টির প্রার্থী গোলাম ফারুক অভি ও ২০০১ সালে বিএনপির প্রার্থী মোয়াজ্জেম হোসেন আলালের কাছে তিনি হেরে যান। এরপর তিনি আর এ আসনমুখো হননি । ২০০৮,১৪ ও ১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-৮ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে নিজ দলের হাতুড়ি প্রতীক রেখে নৌকা প্রতীক নিয়ে তিনি বিপুল ভোটে টানা তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। বিভিন্ন মন্ত্রনালয়ে মন্ত্রীর দায়িত্ব পালণ করা রাশেদ খান মেনন সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকা ছেড়ে তার সেই পুরনো বরিশাল-২ আসনে আবারও ফিরে এসে নৌকা প্রতীক নিয়ে লড়াই করে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজুসহ ৪ প্রার্থীকে হারিয়ে ৯০ হাজার ৭৭৮ ভোটের বিশাল ব্যবধানে ৬ষ্ঠ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। হেভিওয়েট এ জাতীয় নেতার নেতৃত্বে বানারীপাড়া ও উজিরপুর উপজেলা উন্নত-সমৃদ্ধ স্মার্ট উপজেলায় রূপান্তর হবে এ প্রত্যাশা এখন নির্বাচনী এলাকার নেতা-কর্মীসহ আপামর জনতার। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.