ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি কোর্ট বিল্ডিং শাখা সোনালী ব্যাংকের দ্বিতীয় তলার সিড়ি বেয়ে নামতে গিয়ে ছিটকে পড়ে গুরতর আহত হয় এক যুবক।
রবিবার দুপুর ৩ টার দিকে এ ঘটনা ঘটে।আহত যুবককে সোনালী ব্যাংকের দুই কর্মচারী উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে রেফার করেন।
যুবকের কোন স্বজনের খোজ পাওয়া যাচ্ছিল না।
তখন ঝালকাঠির স্বনামধন্য দৈনিক দূর-যাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন নিজের ফেসবুক আইডি থেকে লাইফ প্রচার করেন। সেই লাইভ দেখে স্বজনদের খোঁজ পাওয়া যায়। ছুটে আসেন আহত যুবকের ছোট ভাই। তিনি জানান আহত যুবকের নাম সোহেল শরীফ পোনাবাড়ীয়া শিববাড়ী এলাকার হেমায়েত শরিফের ছেলে ।
তখন ছোট ভাইয়ের কাছে বরিশাল নেওয়ার মতো কোন অর্থ ছিল না। ব্যাংকের দুই কর্মচারী তাৎক্ষণিক ৬০০ টাকা এবং লাইভ দেখে এডভোকেট জহির তালুকদার বিকাশে ৫০০ টাকা পাঠিয়ে দেন।
সেই টাকা দিয়ে তাড়াতাড়ি আহত যুবককে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালে আর এম ও ডাক্তার ছানি বলেন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।জরুরী ভিত্তিতে বরিশালে নিয়ে সিটি স্ক্যান করতে হবে তার মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.